হেরপুরের গাংনীতে ব্যাটারি চালিত ভ্যান শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে পরিবেশ রক্ষার লক্ষে শ্রমিকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সভায় গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের শতশত ভ্যান শ্রমিকরা অংশগ্রহণ করেন। শুক্রবার বিকেলে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভ্যান শ্রমিক ময়নাল হক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু,গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমিরুল ইসলাম,গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাে : রফিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। মতবিনিময় সভা শেষে ভ্যান শ্রমিকদের মাঝে বিভিন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।