এস এস সি-৮৮ ব্যাচের উদ্যােগে মেহেরপুরের গাংনীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সােমবার (৮ এপ্রিল )সকাল সাড়ে ১১টার দিকে জেলার গাংনী উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসএসসি-৮৮ ব্যাচের ছাত্র ও গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম জানান,ঈদ সবার জন্য। তাই,যারা অসহায়। তাদেরও ঈদ যেনাে ভাল ভাবে কাটে,সে জন্যই এসএসসি-৮৮ ব্যাচ অসহায়দের পাশে দাঁড়িয়েছে। আশা করি এধরণের উদ্যােগ অব্যাহত থাকবে।
এসএসসি-৮৮ ব্যাচের ছাত্র মোস্তাকুর রহমান তুষার জানান,এসএসসি-৮৮ ব্যাচ সবসময় অসহায়দের নিয়ে কাজ করে আসছে। এবং আগামীতেও কাজ করে যাবে।
এব্যাচের আরেক ছাত্র ও গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক হারুন-অর রশীদ জানান,আমাদের এসএসসি ব্যাচের পাশাপাশি এ ধরণের উদ্যােগ সমাজের বিত্তবানদের নেয়া উচিত।
এসময় মোঃ রাসেলসহ এস এস সি-৮৮ ব্যাচের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।