২০২৩ আন্তর্জাতিক ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ব্যর্থ মিশনের পর তিন সদস্যের তদন্ত কমিটি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেটে জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসে তদন্ত কমিটি।
বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে তদন্ত কমিটির প্রধান এনায়েত সিরাজ বলেন, এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে আপনারা জানতে পারবেন। একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।
তিনি আরও জানান, আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দুই জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব, সব শেষ হয়ে গিয়েছে (কথা বলা) ইনশাআল্লাহ। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।
এর আগে, বিশ্বকাপ সফর শেষে দল সংশ্লিষ্ট কোচিং স্টাফ, খেলোয়াড়সহ অন্যান্যদের সাথে ধাপে ধাপে বৈঠক করে তদন্ত কমিটি।