মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি ও মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন মেয়েদের ব্যাডমিন্টন দ্বৈতে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় এবং এককে গোপাল নগর মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার দুপুরে মেহেরপুর খাদ্য গুদাম ব্যাডমিন্টন কোটে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় ব্যাডমিন্টন দ্বৈতে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ব্যাডমিন্টন এককে গোপাল নগর মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে।