মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি ও মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ২ দিন বাপি মেহেরপুর জেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ২য় দিনে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে ১শ মিটার দৌড়,২শ মিটার দৌড়,৪ শ, ৮শ মিটার দৌড়,সাইকেলিং, লৌহ বল নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, পোল ভোল্ট, দীর্ঘলাফসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।