রাত পোহালেই মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কুতুবপুর স্কুল এন্ড কলেজ (গাঁড়াবাড়ীয়া) কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে এ ওয়ার্ড থেকে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন-জিনারুল ইসলাম, সাহারুল ইসলাম, মহব্বত আলী ও রফিকুল ইসলাম। ২ নং ওয়ার্ডে মােট ভােটার সংখ্যা প্রায় ৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে নারী ভােটারের সংখ্যা কিছুটা বেশী। ১ টি কেন্দ্র ও ১০টি বুথের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল। নির্বাচন অবাধ ও সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ইতােমধ্যে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন। এদিকে, নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ।