মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। মেহেরপুর সদরে আনারুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪০ হাজার ৯২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫০৭ ভোট।
অপরদিকে মুজিবনগরে আমাম হোসেন মিলু আনারস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম তোতা কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১০০ ভোট।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আবুল হাসেম চশমা প্রতীকে ৩৬ হাজার ৯৮৬ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা বৈদ্যুতিক ফ্যান প্রতীকে ৩৪ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জাহিদ হাসান রাজিব টিউবয়েল প্রতীকে ২০ হাজার ৬৫২ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: তকলীমা কলস প্রতীকে ২০ হাজার ৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) সকাল ৮টায় দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে ৪টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। সদরে ২ লক্ষ ১৮ হাজার ৮০৪ চার জন ভোটারের মন জয় করতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মুজিবনগরে ৮৫ হাজার ২৫৯ জন ভোটরের মন জয় করতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুধবার রাতে মেহেরপুর সদরে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ এবং মুজিবনগরে সহকারি রিটার্নিং কর্মকর্তা শেখ তানভীর জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।