আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপনের উপলক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিনকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,জেলা আনসার কমান্ডেন্ট সাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলি,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অভিজিৎ বসু প্রমুখ।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে শেষ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। আগামী ১ অক্টোবর শারদীয় দুর্গোৎসব শুরু হবে। মেহেরপুর জেলায় মোট ৩৮ টি মন্দিরে পূজা মন্ডপ তৈরি করা হবে।