মেহেরপুর জেলা চোরাচালন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে চোরাচালন প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হাসান রুমন,পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, এন এস আই’র ডিডি মিজানুর রহমান, জেলা আনসার কমান্ডেন্ট প্রদীপ চন্দ্র দত্ত,পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সিরাজুম মনির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, প্রধান শিক্ষক স্বাস্বত নিপুন চক্রবর্তী প্রমুখ। সভায় জেলার চোরাচালন প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।