মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার যাদবপুর বুড়িপোতা সড়ক থেকে ফেনসিডিলসহ সুমন আলী (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত সুমন আলী মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে অংশ নেয়। এসময় যাদবপুর বুড়িপোতা সড়কের ইটভাটার সামনে থেকে সুমনকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয় অভিযানে অংশ নেওয়া দলটি। সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদায়ের পূর্বক মেহেরপুর সদর থানায় সোপর্দ করেছে ডিবি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান একটি প্রেস রিলিজের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।