মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহেল রানা (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
আজ রবিবার দুপুর ২ টার দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃওয়ালিউল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামী সোহেল গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের জাফর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে ২০২০ সালের ৫ এপ্রিল মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবির এসআই মেজবাহুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গাংনী উপজেলার হিন্দা বিলপাড়া গ্রামে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করে।
আসামীর নিকট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।ওই ঘটনায় ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)এর ৮(গ) ৪১ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করে।
যার মামলা নং ৭ জি আর এস ৭৪/২০। সেশন কেস নং ১৮৮/২১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইনস্পেক্টর খন্দকার শাহ আলম মামলার প্রাথিক তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত সোহেল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্রচার্য এবং আসামিপক্ষে এ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন।