মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১৭ গ্রাম হিরোইনসহ জনি খান, দাতা হাতেম তাই ওরফে শিশির এবং আমিনুল ইসলাম নামের ৩ মাদক ব্যবসায়ী আটক ।
বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম দিকে জনি খান, দাতা হাতেম তাই ওরফে শিশির এবং আমিনুল ইসলাম আটক করা হয়। আটক জনি খান মেহেরপুর শহরের নতন পোস্ট অফিস পাড়ার ইউনুস খার ছেলে, দাতা হাতেম তাই ওরফে শিশির একই এলাকার জনি খান ছেলে এবং আমিনুল ইসলাম গোরস্থান পাড়ার আবু হানিফের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা মেহেরপুর সদর উপজেলা হরিরামপুর এলাকার জনৈক কাজীপাড়ার বাড়ির উত্তর পাশের রাস্তার উপর থেকে জনি খান, দাতা হাতেম তাই ওরফে শিশির এবং আমিনুল ইসলামকে আটক করেন।
এসময় তাদের নিকট থেকে ১৭ গ্রাম হিরোইন এবং তাদের ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণীর ৮(খ) এবং ২৬(১) ধারা মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।