জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ২ টি ইটভাটা মালিককে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি), দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর চৌরাস্তা ও হরিরামপুর সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কয়েকটি ইটের ভাটায় ইটের পরিমাপ তদারকি করা হয়।
তদারকি কালীন সময়ে যাদবপুর চৌরাস্তার মেসার্স একেবিসি ব্রিকসকে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড পরিমাপ অপেক্ষা ছোট পরিমাপের ইট তৈরি করায় ও ইটের গ্রেড অনুযায়ী মুল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৮ ধারায় ৬০ হাজার টাকা এবং হরিরামপুর সড়কের মেসার্স মহিদ ব্রিকসকে একই অপরাধ ও একই ধারায় ৬০ হাজার টাকা জরিমানাসহ ২ টি ইটভাটাকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানে সহযোগিতা করেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম।
এসময় মেহেরপুর জেলা পুলিশের একটি টিম নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাম জানান।