মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও বন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এ র্যালী অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস ,সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীর, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, বন কর্মকর্তা জাফরুল্লাহ মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালীতে অংশগ্রহণ করেন।