কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’-এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক বজলুর রহমান, সাংবাদিক রফিকুল আলম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। ধর্মীয় অনুশাসন মেনে জীবন-যাপনও এইডস থেকে রক্ষা পাওয়ার উপায়।
এর আগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের নেতৃত্বে মেহেরপুর পৌরসভার পাথর গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে সিভিল সার্জন অফিস চত্বরে গিয়ে শেষ হয়।