মেহেরপুরে পৌঁছেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। আজ ২৬ডিসেম্বর তারিখ রাত ১ টার দিকে ব্যালট পেপার এসে পৌঁছেছে। দূরত্ব ও দুর্গম বিবেচনায় প্রথম ধাপে ১৩ জেলার মধ্যে মেহেরপুরেও পৌঁছেছে এসব সরঞ্জামাদি।
আগামী ৭ জানুয়ারি নির্বাচন উপলক্ষে মেহেরপুরের দুটি আসনে ২০৭টি কেন্দ্রের বিপরীতে ভোটের সংখ্যা অনুযায়ী, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
নেসারাত ও ট্রেজারি শাখার সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল এর উপস্থিতিতে এসব সরঞ্জামাদি বুঝিয়ে দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ।
আগামী ৩ থেকে ৪ তারিখের মধ্যে উপজেলাগুলোতে এগুলো পৌঁছে দেওয়া হবে। উপজেলা থেকে এগুলো কেন্দ্রে কেন্দ্রে ভোটের দিন সকালে পাঠানো হবে।