মেহেরপুরে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরােহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সােমবার সকালের দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল ইম্প্যাক্ট হাসপাতালের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে হাসানুজ্জামান হাসান এবং আরেক নিহতের পরিচয় শনাক্ত হয়নি।
স্থানীয়রা জানান, সকালে হাসান বাইসাইকেলে চাঁদবিল গ্রামের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছিলেন। ওই সময় অজ্ঞাত সাইকেল আরােহী মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা চাঁদবিল ইম্প্যাক্ট হাসপাতালের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্টবাহী ট্রাক দুই বাইসাইকেল আরােহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তারা। নিহতদের মধ্যে হাসানুজ্জামান হাসানের পরিচয় পাওয়া গেলেও অপর নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়নি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ এবং চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।