মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, মেহেরপুর জেলা সার ব্যবসায় সমিতির সভাপতি হাফিজুর রহমান, জেলা খুচরা সার ব্যাবসাহী সমিতির সভাপতি শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।