মেহেরপুর যুবকল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে যুবকল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান, শিশু পরিবারের নিবাসীর মধ্যে মেধাবীদের মেধাবৃত্তি প্রদান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ এবং সমবায় কার্যক্রম বিস্তৃতিকরণে চেক বিতরণ কর্মসূচিতে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক , জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, ও মেহেরপুর জেলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।