আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়লাভ করানোর লক্ষ্যে মেহেরপুরে গণসংযোগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি), বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুরে এ গণসংযোগ চালানো হয়।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল, মিজানুর রহমান হিরণ, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ চালানোর সময় প্রতিমন্ত্রী রাধাকান্তপুরের সকল ধর্ম ও বর্ণের বিভিন্ন পেশার নারী-পুরুষের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।