চুরির অপরাধে গিয়াস উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। বুধবার সকালের দিকে মোবাইল কোর্ট বসিয়ে গিয়াস উদ্দিনকে ৪ মাসের কারাদন্ড দেওয়া হয়। গিয়াস উদ্দিন মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এর আগে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে ফরমান হার্ডওয়ার এন্ড সেনেটারিতে চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধ ১৮৬০ এর ২৯১ ধারা তাকে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।