মেহেরপুরের তেরঘরিয়া গ্রামে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে শিশুটির নানার বাড়িতে এই ঘটনা ঘটে। প্রচুর রক্ত ক্ষরণের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেশির ছাত্রী।
অভিযুক্ত ধর্ষক আর কেউ নয়, সে শিশুর আপন চাচাতো মামা স্থানীয় মুদি ব্যবসায়ী রিগান। সে দুই সন্তানের জনক।
শিশুটির মা জানান, তিন দিন আগে বাড়ি থেকে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায় ওই শিশু। আজ দুপুরে নানার বাড়িতে সে একাই ছিল। এ সময় প্রতিবেশী আপন চাচাতো মামা রিগান ওই বাড়িতেই তার হাত পা ও মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির নানি এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত রিগানকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।