মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালের দিকে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুচক আওয়াজের ক বিভাগ মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছেলে দল প্রথম, সরকারি শিশু পরিবার দ্বিতীয়, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মেয়ে দল তৃতীয়।
খ বিভাগে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রথম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলদে পাখি দ্বিতীয় এবং উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় তৃতীয় পুরস্কার লাভ করে।
শরীরচর্চায় ক বিভাগে সরকারি শিশু পরিবার প্রথম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজ দ্বিতীয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় পুরস্কার লাভ করেন। খ বিভাগে জিনিয়াস ল্যাবরেটরি এন্ড কলেজ প্রথম, হোলি পাবলিক দ্বিতীয় এবং বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় পুরস্কার লাভ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার এস এম নাজমুল হক,মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মহিউদ্দীন আহমেদ,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, নিউজা-উল জান্নাহ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহসান রুমন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, এনএসআইয়ের ডিডি মিজানুর রহমান, মেহেরপুর-২৫০ শয্যা বিশেষ জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাবিবুস সাত্তার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম নজরুল কাদির,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।