বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল ) দুপুরের দিকে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো আফতাব আলী খানের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ফায়েল উদ্দিন আহমেদ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা এবং বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।