আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে মেহেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও বিএনএফ এর সহযোগী সংস্থার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। এদিকে এর আগে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।