মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরের ইমামদের মাঝে ঋণ ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ ও আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে ২৫ জনকে ১ লোক ৮ হাজার টাকা ঋণ এবং ১৫ জনকে ৯০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।