আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার সংবাদ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান।
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, মেহেরপুর রিপোর্টাার্স ক্লাবের নির্বাহী সদস্য সাঈদ হোসেন ও হামিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ খান, মিজানুর রহমান অপু, রাব্বি আহম্মেদ, আহসান কবির সবুজ, কামাল হোসেন, কাজিমুল ইসলাম অনিক, সাজিবুল ইসলাম প্রমুখ ।