মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ দিন মেয়াদী আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে ৫ দিন মেয়াদী আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিন মেয়াদী আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, সহকারি পরিচালক এস এম ওবায়দুল বাসার, মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ। ৫ দিনের এ প্রশিক্ষণে মোট ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছে।