আগামী ১৭ অক্টোবর মেহেরপুরসহ দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘীরে সরগরম হয়ে উঠেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গন।
মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনে ইতোমধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ৮ জন নেতা দৌড় ঝাপ শুরু করেছেন। একথা জানান মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির ৩ নং কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মেহেরপুরের ৮ জন মনোনয়নপ্রত্যাশী।
তাঁরা হলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বোন ও জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হিরা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান ওরফে ছোট মান্নান ও জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুল হক শান্তি।
ইতোমধ্যে দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বোন ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মান্নান ওরফে ছোট মান্নান
বর্তমান প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা ও সাবেক এমপি জয়নাল আবেদীন গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে দলীয় কার্যালয় মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত রবিবার মনোনয়নপত্র জমা দেন সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী ও আব্দুল মান্নান।
বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভা নেত্রীর ধানমিন্ডর ৩ নং অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাকী দলীয় মনোনয়ন প্রত্যাশীরাও দু একদিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন বলে আশা করা যাচ্ছে।
জানা গেছে, আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে তফশিল ঘোষণা করা হয়। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। এবং ভোট হবে ইভিএম–এ।
আগামী ১৭ অক্টোবর মেহেরপুরসহ দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এসব জেলা পরিষদে ভোট নেওয়া হবে ইভিএমে। গত ২৩ আগষ্ট মঙ্গলবার বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন।
আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক রিটার্নিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করবেন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।