মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ), মাগরিবের সালাত আদায় ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সোনাপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্বোধন করা হয়।
সোনাপুর গ্রামবাসীর আয়োজনে ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য
ইস্কান্দার মাহমুদ বিপ্লব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন, বলিয়ারপুর কওমি মাদ্রাসার শিক্ষক শামীম রেজা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চানান্দা পাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রহমান, সোনাপুর কওমি মাদ্রাসার মুহতামীম জসিম উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামলত, সদস্য কুতুবউদ্দিন বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আরজান আলী, আহসান উল্লাহ মাস্টার, হাজী নাজিমুদ্দিন, হাজী ইব্রাহীম হোসেন, জালাল উদ্দীন, হোসেন আলী, লাল মোহাম্মদ, ইসমাইল হোসেন ও শাহাবুল হকসহ এলাকার শতশত মুসল্লী উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে মসজিদ নির্মাণে যারা উদ্যোগ নিয়েছে তাদের দীর্ঘায়ু কামনা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, আমির হামজা ও শাহ জালাল।