“করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ স্লোগানে মেহেরপুরের গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা শহরে বর্ণাঢ্য শােভাযাত্রা প্রদক্ষিণ হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম।
সভাটি পরিচালনা করেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।
এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা করা হয়।