মেহেরপুরের গাংনীতে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভির ১ যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে গাংনী প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী।
বিজয় টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুরাদ হোসেন, অবসরপ্রাপ্ত তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
বিজয় টিভির অনুষ্ঠানাদি সম্পর্কে বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।