মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে দুগ্রুপের সংঘর্ষে সাদেক আলী নামের এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে।
স্থানীয় লোকজন বলছে, শুক্রবার সকালে হোগলবাড়িয়া মাঠের ১০/১২ বিঘা সরকারী খাস জমি দখল নিয়ে সাদেক আলী গ্রুপ ও খাইরুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ঘটনাস্থলেই সাদেক আলী নিহত হয়। সে হোগলবাড়িয়া গ্রামের মৃত আফেল উদ্দীনের ছেলে।
ঘটনার পরপরই গাংনী থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ওসি আব্দুল রাজ্জাক, পুলিশ সুপার সার্কেল অপু সরোয়ার ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।