মেহেরপুর সদর উপজেলার খোকসা স্পোর্টস ক্লাবের উদ্যোগে, খোকসা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জুগিন্দা একাদশ জয়লাভ করেছে।
শুক্রবার (১০ মার্চ) বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জুগিন্দা একাদশ ৯ রানে গাঁড়াডোব কাজলা ক্রীড়াচক্র কে পরাজিত করে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রথমে ব্যাট করতে নেমে জুগিন্দা একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হাসান সর্বোচ্চ ৩৪ রান করেন। গাঁড়াডোব কালজা ক্রীড়াচক্রের পক্ষে জুবাই ও নয়ন সবোর্চ্চ ৩টি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে গাঁড়াডোব কাজলা ক্রীড়াচক্র একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করে। দলের পক্ষে তৌকির সবোর্চ্চ ২৪ রান করেন। জুগিন্দা ক্রিকেট একাদশের আবু-সাঈদ সবোর্চ্চ ৩ উইকেট দখল করেন। খেলায় বিজয়ী দলের আবু-সাঈদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এবং বিজয়ী দলের আজমাইন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচন হন। খেলাশেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এ টুর্নামেন্টের সমাপ্তি হয়।