মেহেরপুরে সদর উপজেলার খোকসা গ্রামের তারিকুল নামের এক ব্যবসায়ীর পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে গুদামে থাকা ১ হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীর।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ তারিকুল ইসলাম জানান, তার গুদামে ১ হাজার মণ পাট মজুদ করা ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে কোনো এক সময় গুদামের মধ্যে আগুন লেগে যায়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিত আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই গুদামে থাকা সব পাট পুড়ে যায়। এতে প্রায় ২৬ লাখ টাকার পাট পুড়ে যায়।
তারিকুল বলেন, রাজনীতিক শত্রুতার কারণে আমার ওপর শত্রুতা করে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। আমি এখন পথে বসেছি।
এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি।
এবিষয়ে এ বিষয়ে ফায়ার সার্ভিসের টীম লিডার শামীম রেজা বলেন, আগুন লাগার কারণ এখনো অজ্ঞাত রয়েছে। আগুন লাগার মূল কারণ এখনো জানা যায়নি।