মেহেরপুরের আলোচিত পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল হত্যার ৬ আসামির সকলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার বেলা ১১ টা ৩৮ মিনিটের সময় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওলিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিপুল হত্যার রায়ের দিন দু’দফা পিছিয়ে বুধবার নতুন দিন ধার্য করেন। এর আগে গত রবিবার আদালত আসামীদের পূর্বের দেওয়া জামিন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার বেলা ১১-৩৮ মিনিটের সময় জনাকীর্ণ আদালতে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বাইরে অপেক্ষমান শত শত মানুষ আসামিদের পক্ষে আনন্দ প্রকাশ করেন।
২০১৩ সালের ২৮ জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে তৎকালীন মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মেহেরপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুলকে কাঁসারি পাড়ায় গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বিপুলের স্ত্রী বিলকিস পারভীন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।