মুুজিবনগর প্রতিনিধিঃ অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং সব অশুভ শক্তিকে বিদায় জানাতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের মুুজিবনগরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হয়েছে।
মেহেরপুরের মুুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
মুুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে মুুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা টি বের হয়ে কেদারগঞ্জ বাজার মোড় প্রদক্ষিণ করে মানিকনগর ডিএস দাখিল মাদ্রাসার সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় মুুজিবনগর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, ফায়ার সাভিস সহকারী স্টেশন অফিসার শাহাজাহান, উপজেলা কৃষি অফিসার আঃ মোমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীগণ অংশ নেয়।
মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে “এসো হে বৈশাখ, এসো এসো” গান গেয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়।