মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে পুনর্নির্বাচিত চেয়ারম্যান এমএ খালেক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে নেতাকর্মীদের সাথে নিয়ে এমএ খালেক এই পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলাইন ছেপু, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হোসেন, বামন্দী ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান কোমল উপস্থিত ছিলেন।
এছাড়াও মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসের বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।