বাংলাদেশ স্কাউটস মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী প্রথম ষষ্ঠক নেতা কোর্স শেযে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে সনদপত্র বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা স্কাউটসের কমিশনার রুথছবি বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন।
সমাপনি অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা স্কাউটস এর সম্পাদক মো: মোবারক হোসেন, শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম, দাদিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম ফারুক, প্রধান শিক্ষক শিরিনা খাতুন, আমিনুর রহমান, আউলিয়া খাতুন।কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কাব লিডার মো: ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান, গ্রুপ সভাপতি মোঃ শাহজাহান সেখ প্রমুখ।
“কাবিং করবো স্মার্ট বাংলাদেশ গড়বো ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৭ ডিসেম্বর মুজিবনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ষষ্ঠক নেতাকে নিয়ে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ষষ্ঠক নেতা কোর্স শুরু হয়।