মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বিদ্যাধরপুর বাউনদার মাঠে বজণপাতে শাহাবুদ্দীন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। কৃষক শাহাবুদ্দীন দারিয়াপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলীমুদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন কৃষক শাহাবুদ্দীন। এক পর্যায়ে একটি বজ্রপাত তার শরীরে আঘাত করলে, ঘটনাস্থলেই তিনি মারা যান। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল।