মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর তেঁতুলতলা রাস্তা হতে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ফেনসিডিল পাচারের সময় ফেনসিডিলসহ শাওন(৩৫) নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাওন মুজিবনগর উপজেলার দারিয়াপুর ঘোষপাড়ার খোকন আলীর ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, ফেনসিডিল পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টীম অভিযান চালায়। এসময় শাওন কে তল্লাশি করলে তার কাছে ৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। শাওনের বিরুদ্ধে মাদকের মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।