গোপালনগর যাত্রীছাউনি সংলগ্ন বাবর আলীর চায়ের দোকান টি তার একমাত্র উপার্জনের অবলম্বন। এই চা বিক্রির টাকায়ই চলে তার দুই সন্তানের পড়াশোনার খরচ। ভিক্ষাবৃত্তির পরিবর্তে বাবুর আলী বেছে নিয়েছিলেন সংগ্রামী জীবন। প্রায় এক যুগ আগে সমাজসেবা অধিদপ্তরের অনুদানেই নির্মিত হয় এই চায়ের দোকানটি।
রবিবার দিবাগত রাত ১ টার দিকে দোকানে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতকারীরা। ফায়ার সার্ভিসের মুজিবনগর ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পুর্নরুপে নিয়ন্ত্রনে আনে বলে জানান নাইট গার্ড কলিমউদ্দিন।
মোনাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আবু নাইম ডালিম বাবুর আলীর পুনরায় পুনর্বাসনের দাবি জানান। এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার মেহেরপুর নিউজকে বলেন বিষয়টি তিনি ইতিমধ্যেই শুনেছেন। তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক ও গর্হিত বলে উল্লেখ করেন। পুনর্বাসনের বিষয়টি লিখিত আকারে পেলে বিষয়টি আন্তরিকভাবে দেখার আশ্বাস দেন।