“কৃমিনাশক ঔষধ সেবন করি কৃমি মুক্ত বাংলাদেশ গড়ি” আপনাদের স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিবনগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।