মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে,কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী জয়লাভ করেছে।
রবিবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি পাবলিক লাইব্রেরী ১৪ রানে মিনা স্মৃতি ক্রিকেট একাডেমি কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রানা ৯০, সুমন ৭৭ রান করেন।
জবাবে খেলতে নেমে মিনা স্মৃতি ক্রিকেট একাডেমি ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে। অপু দলের পক্ষে ৬৫ রান করেন। আমঝুপির পক্ষে আতিক ৪টি রানা ২টি উইকেট লাভ করেন। রানা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।আসাদুল ইসলাম লিটন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন।