মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে সকাল নয়টায় ভোট প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন। এসময় তিনি ভোট নিয়ে সন্তুষ্টির কথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে রয়েছে। জয় পরাজয় যাই হোক তাই মেনে নেবেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তবে বিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও তোলেন তিনি।
অন্যদিকে, সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ৪০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এই কেন্দ্রটিতে ভোট দিতে আসেন মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান।
তিনি সকাল আটটায় ভোট দিতে আসলেও নানা অব্যবস্থাপনার কারণে এক ঘণ্টা দেরিতে ভোট প্রদান করেন।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান বলেন, বালিকা বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টা দরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়া কেন্দ্রে এসে ভোটাররা কক্ষ খুঁজে না পেয়ে ভোট না দিয়েই ফিরে যাচ্ছে।