ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। নতুন বছরের প্রকাশিত প্রতিবেদনে আরবিআই জানায়, গত ২২ ডিসেম্বর শেষ সপ্তাহে রিজার্ভে ৪৪৭ কোটি ডলার যুক্ত হয়ে বছরের শুরুতে রিজার্ভ দাঁড়িয়েছে ৬২ হাজার ৪০ কোটি ডলার।
২০২১ সালের অক্টোবরে দেশটির রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ ৬৪ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত হয়। পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বৈশ্বিক ডলার সংকটের জেরে বিশ্বব্যাপী ডলারের মূল্য বৃদ্ধি ঘটলে রুপিকে স্থিতিশীল রাখার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করেছিল আরবিআই। এর জেরে গত বছর রেকর্ড পতন হয়েছিল রিজার্ভের। যদিও পতন দীর্ঘস্থায়ী হয়নি। গত বছরের ডিসেম্বরেই টানা তৃতীয় সপ্তাহের মতো চলমান রিজার্ভের ঊর্ধ্বগতি হয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রিজার্ভ বৃদ্ধি পায় ৯১১ কোটি ডলার। আর প্রথম সপ্তাহে ২৮০ কোটি ডলার।
বিশ্লেষকদের দাবি, চলতি বছর এ পর্যন্ত ভারতের রিজার্ভ বেড়েছে ৫ হাজার ৭৬৩ কোটি ৪০ লাখ ডলার। তবে আরবিআইয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, এ সময়ের মধ্যে আইএমএফের বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের কাছে কমেছে ভারতের রিজার্ভের পরিমাণ। ১২ কোটি ৯০ লাখ ডলার কমে দাঁড়িয়েছে ৪৮৯ কোটি ৪০ লাখ ডলারে। একইসঙ্গে আরবিআইয়ের তথ্য বলছে ১০ কোটি ৭০ লাখ ডলারের সামান্য পতনের পর ভারতের মোট স্বর্ণের রিজার্ভ এখন ৪ হাজার ৭৪৭ কোটি ৪০ লাখ ডলার।
রিজার্ভের ঊর্ধ্বগতির পরেও কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস বা ডিজিসিএর তথ্য বলছে, বছর শেষে ভারতের রাজস্ব ঘাটতি প্রায় ৯ লাখ ৬ হাজার ৫৮৪ কোটি রুপি, যা বছরের বাজেট পূর্বাভাসের প্রায় ৫০ দশমিক ৭ শতাংশ।