অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আইরিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে যুব টাইগাররা। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে দুই উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫৩ রান। এক উইকেট পেয়েছেন তরুণ মারুফ মৃধা ও আরেকটি রান আউট।
এদিন দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তরুণ টাইগাররা। ওপেনিং ব্যাটার জিশান আলমের পরিবর্তে দলে ঢুকেছেন আদিল বিন সিদ্দিক এবং পেসার ইকবাল হোসেন ইমনের স্থানে একাদশে রাফি উজ্জামান রাফিকে সুযোগ দেয়া হয়েছে এই ম্যাচে।
এর আগে, দক্ষিণ আফ্রিকার উদ্দেশে চ্যাম্পিয়নের তকমা নিয়ে দেশ ছাড়ে রাব্বি-আহরাররা। এশিয়া কাপে ভারতকে হারানোয় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাদের বিপক্ষে নামার পূর্বে মানসিকভাবে বেশ চনমনে থাকা তরুণ টাইগাররা আশাজনক পারফর্মেন্স দেখাতে পারেনি। ৮৪ রানের হারের পর সোমবারের ম্যাচটি তাই তরুণদের একপ্রকার ‘ডু অর ডাই’ ম্যাচই বলা যায়।
অপরদিকে যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসরে দারুণ শুরু আইরিশদের। তাই আইরিশরা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও মানসিকভাবে একটু পিছিয়েই থাকবে রাব্বি-আহরারা। তাই পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য, হারাতে হবে আইরিশদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ:
আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা।