নির্বাচনে কারচুপিসহ বিএনপির দুঃশাসনের কারণে দেশে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আয়োজিত স্থানীয় সদর হাসপাতাল স্টাফ নার্স মাঠে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
‘দেশে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার আর ফিরে আসবে না’ উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এ দেশে কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্য। যখন কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে মামলা হলো, তখন হাইকোর্ট বলল—কেয়ারটেকার সরকার সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই হাইকোর্ট কেয়ারটেকার সরকারকে বাতিল করে দেয়। সংবিধানে যেভাবে আছে, সেভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির দাবি হলো—সব মানি তবে তালগাছ আমার।’
ব্রাহ্মণবাড়িয়া আদালতের আইনজীবীদের মধ্যে চলমান পরিস্থিতি প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া আদালতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তা সমাধান হয়েছে। আশা করছি, আইনজীবীরা আগামীকালই আদালতে ফিরবেন।’
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিগত কমিটির সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
এর আগে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে ১১ সদস্যের কমিটি স্থানীয় সার্কিট হাউসে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।