বাংলাদেশকে হতাশ করে লিডের পথে দলকে এগিয়ে নিচ্ছেন টিম সাউদি ও কাইল জেমিসন। দুজনের জুটিতে এরই মধ্যে তিনশ ছুঁয়েছে নিউ জিল্যান্ড।
৯৫ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩০১ রান। আর ৯ রানে পিছিয়ে আছে তারা। জেমিসন ২২ ও সাউদি ২১ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৩৭ রান।
৪৪ রান পিছিয়ে থেকে দিন শুরু করে আস্থার সঙ্গেই ব্যাটিং করছেন সফরকারীদের নিচের দিকের দুই ব্যাটসম্যান। তাদের কাজ সহজ করেছে বাংলাদেশের রক্ষণাত্মক মানসিকতা।
রান আটকানোর পরিকল্পনায়ই হয়তো দিনের শুরু থেকে ছড়ানো ফিল্ড সাজিয়ে বোলিং করতে থাকে বাংলাদেশ। এর সুযোগ কাজে লাগিয়ে অনাসায়ে এক-দুই রান বের করেন সাউদি ও জেমিসন।
আগের দিন শেষ দিকের তুলনায় বৃহস্পতিবার সকালে টার্ন কমেছে কিছুটা। কিছু ডেলিভারি বড় বড় টার্ন করলেও তাতে ভয়ের কিছু হয়নি নিউ জিল্যান্ডের জন্য।
কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পরও তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩১০ রানে থামিয়ে দেওয়া নিউ জিল্যান্ড দ্বিতীয় দিন শেষে করেছে ৮ উইকেটে ২৬৬ রানে।
এখনও ৪৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। লিড নিতে কাইল জেমিসন ও টিম সাউদির দিকে তাকিয়ে নিউ জিল্যান্ড। তাদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে বাংলাদেশ তাকিয়ে স্পিন ত্রয়ীর দিকে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০/৯
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৬৬/৮ (ল্যাথাম ২১, কনওয়ে ১২, উইলিয়ামসন ১০৪, নিকোলস ১৯, মিচেল ৪১, ব্লান্ডেল ৬, ফিলিপস ৪২, জেমিসন ৭*, সোধি ০, সাউদি ১*; শরিফুল ১১-২-৪৪-১, মিরাজ ১৯-৩-৫৭-১, তাইজুল ৩০-৭-৮৯-৪, নাঈম ২২-৩-৬১-১, মুমিনুল ২-১-২-১)