বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় জয় লাভ করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ৭ উইকেটের বড় ব্যবধানে ঢাকা মেট্রো একাদশকে পরাজিত করে। সকালের টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেট্রো একাদশ মেহেরপুরের আরাফাত আমান রায়হান ও সোহানের বিধ্বংসী বোলিং মুখে ১২ ওভার ৪ বলে মাত্র ৫৬ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুরের আরাফাত আমান রায়হান ৯ ওভার বল করে ৫ মেডিন সহ ৭ রান দিয়ে ৪ উইকেট এবং সোহান ৩ টি উইকেট দখল করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের ধ্বস নামান।
জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ১১.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মেহেরপুরে পক্ষের জিহান ১৩, আলিফ ১২ এবং হাসিবুল ১২ রান করেন। গত মাসে বাগেরহাটে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় পর্যায়ে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল রানারআপ হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন। জাতীয় পর্যায়ের প্রথম খেলাতেই শক্তিশালী ঢাকা মেট্রোকে পরাজিত করে শুভ সূচনা করলো।